16Mar,24
ভর্তি বিজ্ঞপ্তি, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর ব্যবস্থাপনায় Research Methodology and Basic Biostatistics কোর্সের ৩য় ব্যাচের অনলাইন ক্লাশ শুরু হতে যাচ্ছে ।

ভর্তি বিজ্ঞপ্তি

 হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর ব্যবস্থাপনায় Research Methodology and Basic Biostatistics কোর্সের ৩য় ব্যাচের অনলাইন ক্লাশ শুরু হতে যাচ্ছে । আজই ভর্তি হয়ে আপনার আসনটি নিশ্চিত করুন। 

অংশগ্রহণকারীর যোগ্যতা

এমবিবিএস/ বিডিএস/ অন্যান্য স্নাতক সমমান ডিগ্রীধারী এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন শুরুর তারিখ              : ০৭/০৩/২০২৪ ইং

আবেদনের শেষ তারিখ            : ০৭/০৪/২০২৪ ইং

ক্লাশ শুরুর তারিখ                    : ১৯/০৪/২০২৪ ইং

কোর্সের বিবরণ

মোট ক্লাশের সংখ্যা                  : ১০ টি

ক্লাশের সময়                            : ১ ঘন্টা (প্রতি শুক্রবার, বিকাল ৫-৬ টা পর্যন্ত)

ক্লাশ মাধ্যম                              : অনলাইন জুম অ্যাপ 

কোর্স ফি                                  : ৫০০.০০ টাকা

আবেদন করার প্রক্রিয়া

  • নিচের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন করুন।
  • আবেদন করার সময় আপনার এনআইডি নাম্বার প্রয়োজন হবে।
  • আপনি যদি নন মেডিকেল গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে ফরম পূরণ এর সময় এক্সামিনেশন অপশনে Equivalent এবং বিএমডিসি রেজিস্ট্রেশন টাইপে N/A অপশন সিলেক্ট করতে হবে।

অনলাইন রেজিস্ট্রেশন করার পূর্বে বিকাশ/রকেট নাম্বারে ফি প্রদান করে ট্রানজেকশন নাম্বার ফরমে উল্লখে করতে হবে।

বিকাশ     : ০১৭২৩১৪২২৯৯

রকেট     : ০১৭৩০৪৪৮৬১০

আবেদনের লিংক:
https://www.htncr.org/p/research-methodology-3rd-batch

যোগাযোগের জন্য:  ০১৭০৫৪৫৫৬২২

রিসোর্স পার্সন

অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক

চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি বিভাগ, বিএসএমএমইউ

লেখক, এবিসি অব রিসার্চ ম্যাথডোলজি এ্যান্ড বায়োস্টাটিসটিকস্

রিসোর্স পার্সন

অধ্যাপক ডা. দিপক কুমার মিত্র
ডীন, স্কুল অব হেল্‌থ লাইফ সায়েন্স 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

কোর্স ডিরেক্টর

অধ্যাপক ডা. মো. জাকির হোসেন

প্রতিষ্ঠাতা ও সভাপতি

হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর

অধ্যক্ষ, টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

সাবেক অধ্যক্ষ, রংপুর মেডিকেল কলেজ