নিয়োগ বিজ্ঞপ্তি


হাইপারটেনশন এ্যান্ড রির্সাচ সেন্টার, রংপুর
(ডাঃ ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠান)
হোল্ডিং নং- ১৩/২, হাইপারটেনশন সেন্টার লেন, জেল রোড, ধাপ, রংপুর। 

নিয়োগ বিজ্ঞপ্তি


স্মারক নং- এইচটিএন/রং/২০২৩/১৬২                                                                         তারিখ: ১৩ জানুয়ারী ২০২৩ ইং


হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর (ডা. ওয়াছিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের একটি সেবামূলক প্রতিষ্ঠান) এ নি¤œ বর্ণিত পদে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্র.নং পদের নাম পদ সংখ্যা যোগ্যতা বয়স
০১  সিনিয়র মেডিকেল অফিসার (পুরুষ/মহিলা) ০৩ জন এমবিবিএস পাশ 
(সিসিএইচ, সিসিডি কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)
সর্বোচ্চ ৪০ বছর
০২ মেডিকেল টেকনোলজিস্ট
এক্স-রে (পুরুষ/মহিলা)
০১ জন যে কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি (রেডিওলজি ও ইমেজিং) পাশ   সর্বোচ্চ ৪০ বছর
 ০৩ আল্ট্রাসনোগ্রাম টেকনিশিয়ান (মহিলা) ০১ জন যে কোন স্বীকৃত বিশ^বিদ্যালয়/কলেজ হতে স্নাতক /ডিগ্রী পাশ     সর্বোচ্চ ৩৫ বছর 
 ০৪ রিসিপশনিস্ট (পুরুষ/ মহিলা) ০৪ জন   যে কোন স্বীকৃত বিশ^বিদ্যালয়/কলেজ হতে ডিগ্রী/ স্নাতক  পাশ সর্বোচ্চ ৩৫  বছর


শর্তাবলি:
১.    হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর ওয়েবসাইটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.htncr.org  গিয়ে Career
       অপশনে ক্লিক করে আবেদন করতে পারবেন অথবা সরাসরি https://www.htncr.org/p/niyog-bijngpti এই লিংকে প্রবেশ করে আবেদন                    সাবমিট করতে পারবেন।
২.    আগামী ১৩ জানুয়ারী ২০২৩ ইং তারিখ হতে ২৫ জানুয়ারী ২০২৩ ইং তারিখ রাত ১২.০০ টার মধ্যে আবেদন করতে হবে। 
৩.    আগামী ২৭ জানুয়ারী ২০২৩ ইং তারিখ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর কনফারেন্স হল, ৫ম তলায় 
লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।  
৪.    লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় দুই কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সঙ্গে আনতে হবে। উল্লেখ্য মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। 
৫.    লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ, ডিএ দেওয়া হবে না। 
৬.   সকলপদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ০৬ মাসের বাস্তব অভিজ্ঞতা, কম্পিউটার এ দক্ষতা এবং কমপক্ষে ০৩ বছর চাকুরী করার মানসিকতা থাকতে  হবে।
৭.    বেতন ও অন্যান্য বিষয়াদি আলোচনা সাপেক্ষে।
৮.    যেকোন ধরনের তদবীর প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। 
৯.    নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিন্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ- ০১৭০৫-৪৫৫৬২২

আবেদন করার জন্য সংশ্লিষ্ট পদের বিপরীতে apply now এ ক্লিক করুন। 

১. সিনিয়র মেডিকেল অফিসার- apply now

২.  মেডিকেল টেকনোলজিস্ট (এক্সরে) - apply now

৩. আল্ট্রাসনোগ্রাম টেকনিশিয়ান - apply now

৪.  রিসিপশনিস্ট -  apply now

নিয়োগ বিজ্ঞপ্তি : Download