16Jun,21
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অদ্য ২৩/০১/২০২১ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর উদ্যাগে এবং রংপুর সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ড কাউন্সিলর এর সহযোগিতায় রংপুর আদর্শ পাড়া ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ মোস্তাফিজার রহমান (মোস্তফা), অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়ন করেন বাত ও ব্যাথা রোগ বিশেষজ্ঞ (রিউমাটোলোজীস্ট) ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম (তুহিন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ সাইদুর রহমান, সাবেক পরিচালক এবং ডাঃ বিভাশ চন্দ্র মহন্ত, সিনিয়র মেডিকেল অফিসার, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর।  সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশন এর ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ মাহবুবুর রহমান মনজু।

 

ব্লাড প্রেসার চেকআপ

মেডিকেল ক্যাম্প এ ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়, ফ্রি ব্লাড সুগার নির্ণয় এবং ফ্রি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের রেজিস্ট্রেশন করা হয়। ক্যাম্পে মোট ২৪৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর এর সাধারণ সম্পাদক, অধ্যাপক ডাঃ শাহ্‌ মোঃ সরওয়ার জাহান ও উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ মাহফুজার রহমান ।